বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ - ১০:২৪
দুনিয়াপ্রেম ও অহংকার থেকে হৃদয় পরিশুদ্ধ করার উপায়

আয়াতুল্লাহিল উজমা মাজাহেরী (রহ.) তাঁর এক নৈতিক ও আত্মশুদ্ধিমূলক বক্তৃতায় নামাজে শাব (তাহাজ্জুদ নামাজ)-এর গুরুত্ব ও আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে গভীর ব্যাখ্যা প্রদান করেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা মাজাহেরী (রহ.) বলেন—

“রাতের নামাজ কেবল চাহিদা পূরণের মাধ্যম নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, নফসের সংযম এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের পথ।”

তিনি ব্যাখ্যা করেন, নামাজে শাব (তাহাজ্জুদ নামাজ) এমন এক ইবাদত, যার মাধ্যমে মানুষ শুধু নিজের দোয়া কবুল হওয়ার আশাই পায় না, বরং তার হৃদয় থেকে অসৎ প্রবৃত্তি ও নীচ গুণাবলির শেকড় উপড়ে ফেলতে পারে। এর ফলে মানুষ ধীরে ধীরে হিংসা, অহংকার, আত্মকেন্দ্রিকতা ও দুনিয়ালোভ থেকে মুক্ত হয়ে যায়।

আয়াতুল্লাহ মাজাহেরী (রহ.) বলেন, যখন একজন মানুষ আন্তরিকতার সঙ্গে রাতের নির্জনতায় আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সেই মুহূর্তে তার অন্তর পরিশুদ্ধ হতে শুরু করে। এই নামাজই তার মধ্যে গুণ, নম্রতা ও বিনয়বোধের বীজ রোপণ করে।

তবে তিনি জোর দিয়ে বলেন— “এই পরিবর্তন ও পবিত্রতা আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়; আর রাতের নামাজের মাধ্যমে সেই অনুগ্রহের দুয়ার খুলে যায়।”

সূত্র: মাআরেফুন নফস, খণ্ড ৩, পৃষ্ঠা ২৫

অতএব, আয়াতুল্লাহ মাজাহেরী (রহ.)-এর বক্তব্যের সারমর্ম হলো— নামাজে শাব (তাহাজ্জুদ নামাজ) হল আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়, যা মানুষকে দুনিয়ার মোহ, অহংকার ও স্বার্থপরতার আঁধার থেকে টেনে বের করে এনে আল্লাহর নিকটত্ব, প্রশান্তি ও নৈতিক সৌন্দর্যের পথে পৌঁছে দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha